আজকাল ওয়েবডেস্ক: বড়দিনের আগেই কলকাতা থেকে শীত উধাও। শহরের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারের তুলনায় শনিবার তাপমাত্রার পারদ চড়েছে এক ডিগ্রি। শুক্রবার যেখানে তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা বেড়ে হয়েছে ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুডিগ্রি বেশি। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও চড়বে বলেই জানা গিয়েছে। হাওয়া অফিস আরও জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই আগামী তিনদিনে তাপমাত্রা আরও বাড়বে। ফলে বড়দিন এবং নতুন বছরের আগে তেমনভাবে শীতের পরশ মিলবে না বলেই মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গে শীতের অভাব হলেও উত্তরবঙ্গে শীত বেশ ভাল। দার্জিলিংয়ে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গ আপাতত শীত থেকে বঞ্চিত থাকবে।
